২ থেকে ২০ ফেব্রুয়ারি র মধ‍্যে দুই জেলা ফাঁকা : বললেন শুভেন্দু অধিকারী

31st January 2021 6:33 pm রাজ‍্য
২ থেকে ২০ ফেব্রুয়ারি র মধ‍্যে দুই জেলা ফাঁকা : বললেন শুভেন্দু অধিকারী


নিজস্ব সংবাদদাতা ( হাওড়া ) : আগামী ২ রা ফেব্রুয়ারি থেকে বিশে ফেব্রুয়ারি র মধ‍্যে কলকাতা ও দক্ষিন ২৪ পরগণা দুটো জেলা ফাঁকা হয়ে যাবে । তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানীটা করার মত কেউ থাকবে না । হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের মেগা যোগদান মেলার মঞ্চ থেকে সময় বেঁধে দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী । জানুয়ারী র শেষ দিনে রাজ‍্যের শাসকদল থেকে একঝাঁক নেতা দলবদল করে চলে এলেন পদ্মে । যার হাত ধরে এদিনের উচ্ছ্বাস তিনি তৃণমূল শিবিরের আর এক প্রাক্তন নেতা রাজ‍্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ‍্যোপাধ‍্যায় । এদিনের মঞ্চে আগাগোড়াই বক্তব‍্যে চাঁচাছোলা ছিলেন প্রাক্তন মন্ত্রী । " চলো পাল্টাই "  বলে স্লোগান দিলেন তিনি । তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি । মঞ্চে ছিলেন পদ্ম শিবিরের প্রথম সারির নেতারা । ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী , স্মৃতি ইরানী সহ অনান‍্যরা । এদিনের মঞ্চ থেকে রাজীব ব‍্যানার্জী কি বলেন তার দিকেই লক্ষ‍্য ছিল সকলের । বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম প্রকাশ‍্য সভা ছিল তার । শুভেন্দু অধিকারী তার স্বভাবসিদ্ধ ভাষায় ধারালো বক্তব‍্য পেশ করেন । লক্ষ‍্য কলকাতা ও দক্ষিন ২৪ পরগনা বলে জানিয়েছেন তিনি । ফেব্রুয়ারি মাসের ২ থেকে ২০ তারিখের মধ‍্যে দুটি জেলাকে ফাঁকা করে দেবেন বলে সময় বেঁধে দিলেন তিনি । তৃণমূল দলটা করার মত কেউ থাকবে না বলে ঘোষনা করেন শুভেন্দু । কলকাতা ও দিল্লিতে এক ই সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রতিষ্ঠার জন‍্য শুভেন্দু রাজীব দু জনেই জোড়ালো সওয়াল করেন । 





Others News

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : আবারো নক্ষত্র পতন বাংলা সাহিত‍্য জগতে । দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন প্রখ‍্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ । মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর । গতকাল গভীর রাতে একটি বেসরকারী চিকিৎসাকেন্দ্রে প্রয়াত হন তিনি । বুদ্ধদেব গুহ'র প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সাহিত‍্য জগৎ । শোক প্রকাশ করেছেন বহুজন । চলতি বছরের এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি । সেই যুদ্ধ জয় করে ফিরলেও অবশেষে হার মানতেই হল । হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রখ‍্যাত সাহিত‍্যিক বলে হাসপাতাল সুত্রে খবর । " জঙ্গলমহল" , " মাধুকরী" , " কোজাগর" , বাবলি সহ একাধিক উপন‍্যাস এর স্রষ্টা চলে গেলেন না ফেরার দেশে । ১৯৭৭ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হন তিনি । লেখার পাশাপাশি ভালো গান ও গাইতে পারতেন বুদ্ধদেববাবু ।